Kashmiri photojournalist

ইউএপিএ’তে গ্রেপ্তার শ্রীনগরের চিত্র সাংবাদিকের জামিন

জাতীয়

শ্রীনগরে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয়েছিল ছিত্র সাংবাদিক মহম্মদ মানান দারকে। বৃহস্পতিবার তাঁকে জামিন দিল আদালত। দীর্ঘ ৪৩৮ দিন আটক থাকার পরে অবশেষে জামিন পেলেন এই চিত্র সাংবাদিক। গত বছরের ২২ অক্টোবর যড়যন্ত্রের মামলায় জাতীয় তদন্ত সংস্থা (NIA) দারকে গ্রেপ্তার করেছিল। দিল্লির আদালত  জামিনের নির্দেশ দিতে গিয়ে বলেছে, অভিযোগ অনুমানের স্তরে রয়েছে। তার বেশি কোণো প্রমাণ দিতে দারেনি তদন্ত সংস্থা এনআইএ।


আদালতের পর্যবেক্ষণ, ‘‘অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগগুলি যথাযথ এবং সত্যি বলে মনে করার কোনও কারণ নেই।’’ গত অক্টোবরে কাশ্মীরে একটি হামলার ঘটনায় উগ্রপন্থীদের সঙ্গে যোগসাজস এবং ষড়যন্ত্রের অভিযোগে দার, তাঁর ভাই ওবখ সঙ্গে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

কাশ্মীরে বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক ও স্থানীয় বাসিন্দা নিহত হন ওই নাশকতায়। হামলার পিছনে সন্ত্রাসবাদী যোগাযোগের সন্দেহ করে এনআইএ। ঘটনার কয়েকদিন পর দারকে গ্রেপ্তার করা হয়। আদালত রায় দিয়েছে যে মানানের বিরুদ্ধে এনআইএ’র কোনও অভিযোগেরই প্রমাণ দিতে পারছেন না তদন্তকারীরা। 

Comments :0

Login to leave a comment