Mallikarjun Kharge

নিরাপত্তার দাবি জানিয়ে শাহকে চিঠি খাড়গের

জাতীয়

জম্মু এবং কাশ্মীরে ভারত জড়ো যাত্রায় পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে একটি চিঠি লেখেন। শুক্রবার নিরাপত্তার কারণে রাহুল গান্ধীর নেতৃত্বে জম্মু এবং কাশ্মীরে ভারত জোড় যাত্রা বাতিল করা হয়। তারপরপরই ঐদিন বিকেল বেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন খাড়গে।
চিঠিতে কংগ্রেস সভাপতি উল্লেখ করেছেন যে আগামী দুদিন এবং ৩০ জানুয়ারি অর্থাৎ যেদিন আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শেষ হতে চলেছে সেই দিন বহু মানুষ যাত্রায় অংশ নেবেন। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বও ৩০ জানুয়ারি যাত্রা অংশ নিতে পারেন বলে কংগ্রেস সভাপতির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
চিঠিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার করার। 
গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জন যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। ৩৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে বারটি রাজ্যের ওপর দিয়ে এই যাত্রা এসে জম্মু এবং কাশ্মীরে এসেছে। ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এই যাত্রা শেষ হওয়ার কথা।

Comments :0

Login to leave a comment