Landslide

সেবক পাহাড়ে পরপর ধসে ব্যাহত যান চলাচল

জেলা

Landslide

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ের দার্জিলিং-কালিম্পংয়েও ভারী বৃষ্টি হয়েছে। এরই মধ্যে সেবক পাহাড়ে পরপর ধস নেমে ব্যাহত হল যানবাহন চলাচল। শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী ১৭ নম্বর জাতীয় সড়কের করোনেশন সেতু পার করে সেবক পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে। সকাল সাড়ে ৯টা নাগাদ বিপত্তির শুরু। শিলিগুড়ী থেকে ডুয়ার্সগামী জাতীয় সড়কে করোনেসন সেতু (বাঘপুল) পেরিয়ে গনেশ সেতুর কাছে এক বড় পাথরের চাঁই পাহাড় থেকে গড়িয়ে রাস্তায় পড়ে।

 এই খবর পেয়ে মংপং পুলিশ ফাঁড়ির ও সি মঙল সিং লো দ্রুত একটি আর্থমুভার নিয়ে এসে পাথরের চাই পরিস্কার করে জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী করে তোলায় রাস্তায় আবার যান চলাচল শুরু হয়। এর কিছুক্ষণ পরে করোনেশন সেতু পেরিয়ে ২০০ মিটারের স্থানে আবার ধস নামে। সেই ধসে ওদলাবাড়ির একটি ট্রাক আটকা পড়লে ট্রাকের চালক ও খালাসি কোনরকমে ধস থেকে বেরিয়ে আসেন। আগে থেকে আনা আর্থ মুভার দিয়ে রাস্তা পরিস্কার করার কাজ শুরু হয়। রাস্তা পরিস্কার করার পর বেলা ১টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। রাস্তা বন্ধথাকা কালীন সময় শিলিগুড়ীগামী যানবাহন বিকল্প রাস্তা গাজলডোবা হয়ে শিলিগুড়ী যাতাযাত করে। বর্ষাকালে সেভক পাহাড়ী রাস্তায় এই বিপদ রুটিন ব্যাপার। দ্বিতীয় বিকল্প সেতু না হওয়া পর্যন্ত এই বিপদ চলতেই থাকবে এমনটাই মত স্থানীয়দের।

Comments :0

Login to leave a comment