উপস্থিত বুদ্ধিতে চিতাবাঘের হাত থেকে প্রাণে বাঁচলেন চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে নাগ্রাকাটা ব্লকের নয়া সাইলী চা বাগানের। শনিবার সকালে চা পাতা তোলার কাজ করছিলেন ওমপ্রকাশ মিঞ্জ(৩৫) নামে এক যুবক। তাঁকে বাগানের ১০ নং সেকশনে দেওয়া হয়েছিল আগাছা ছাটাই এর কাজ। সহকর্মীদের সাথে আপন মনে কাজে মগ্ন ছিলেন ওমপ্রকাশ। সেই সময় ওমপ্রকাশের পিছনে চা ঝোপে ওৎ পেতে ছিল একটি চিতাবাঘ। ওমপ্রকাশের উপর পিছন থেকে ঝাপিয়ে পড়ে চিতাবাঘটি। হচচকিত হয়ে পড়েন ওমপ্রকাশ। তার হাতে চিল কলম কাটা ছুরি। চিতাবাঘটি দ্বিতীয় লাফ দিতে উদ্যত হয়।
উপস্থিত বুদ্ধিতে চোখের নিমেষে ছুরিটি শুন্যে ঘোরাতে থাকে ওমপ্রকাশ। ঘাবড়ে গিয়ে চিতাবাঘটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি ঘটে চোখের নিমেষে। সহকর্মীরা আহত যুবককে নিয়ে যায় শুল্কাপাড়া হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের চিকিৎসক কৃষেন্দু সরকার বলেন, ওমপ্রকাশের মাথা, গলা ও ডান হাতে চিতাবাঘের আঘাত রয়েছে। তবে সুস্থ আছেন তিনি। বনবিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, ওমপ্রকাশ মিঞ্জের চিকিৎসার সব খরচ বনদপ্তর বহন করবে। ওমপ্রকাশ বলেন চিতাবাঘের সাথে লড়াইয়ে বন্ধুরা তার প্রাণ বাঁচিয়েছেন।
Comments :0