অফিস টাইমে শনিবার সকাল পৌনে ১০ টা নাদাগ দমদমে লাইনচ্যুত ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদমের পাঁচ নম্বর স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডিআরএম সহ রেলের আধিকারীকরা। আসে রেল পুলিশও। আপ এবং গাউন লাইনের একাধিক ট্রেন দেরিতে চলতে থাকে। বন্ধ করে দেওয়া হয় ৫ নম্বর লাইনের ট্রেন চলাচল। রেল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় বেলা সাড়ে বারোটা নাগাদ ক্ষতিগ্রস্থ ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে একটায় পাওয়া খবরে জানা গেছে রেল কর্মীরা তখনো লাইন মেরামতের কারজ করে চলেছেন।
Comments :0