General Elections 2024

পঞ্চম দফায় ভোটের হার ৫৭.৪৭%, পশ্চিম মেদিনীপুরে বদলি এসপি

জাতীয় লোকসভা ২০২৪

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় সোমবার রাত পৌনে আটটা পর্যন্ত ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে আনুমানিক ৫৭.৪৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বেশ কিছু বুথে রাত পৌনে আটটাতেও ভোট শেষ হয়নি।
কমিশন জানিয়েছে, পরের দফা, অর্থাৎ ষষ্ঠ দফার আগে পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে সরানো হয়েছে। এর আগে পুরুলিয়ার এসপি-কে সরিয়েছিল কমিশন।  
লাদাখ থেকে ওড়িশা, উত্তরপ্রদেশের আওয়াধ ও বুন্দেলখণ্ড থেকে মুম্বাই ও তার আশপাশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভা আসনের ভোটাররা আজ ২০ মে পঞ্চম দফায় তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 
পঞ্চম দফায় বিহার ও ওড়িশার ৫টি করে, ঝাড়খণ্ডের ৩টি, মহারাষ্ট্রের ১৩টি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৭টি এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখের একটি করে আসন রয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, পঞ্চম দফায় দুপুর ১.০০ টা পর্যন্ত লাদাখে ভোটের হার সর্বাধিক, তারপরে পশ্চিমবঙ্গে এবং মহারাষ্ট্রে এখনও সর্বনিম্ন হার।
লাদাখে ভোট পড়েছে ৬৭.১৫ শতাংশ এবং মহারাষ্ট্রে ৪৮.৮৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ৭৩ শতাংশ, বিহারে ৫২.৬০ শতাংশ, ঝাড়খণ্ডে ৬৩.০০ শতাংশ, ওডিশায় ৬০.৭২ শতাংশ এবং উত্তর প্রদেশে ৫৭.৭৯ শতাংশ।
জম্মু ও কাশ্মীরের একটি আসনে (বারামুলা) ভোট পড়েছে ৫৪.৪৯ শতাংশ। কমিশন জানিয়েছে বারামুল্লায় পঁয়ত্রিশ বছরে সর্বোচ্চ হার হয়েছে ভোটদানের।

Comments :0

Login to leave a comment