২৮ আগস্ট পরীক্ষা পিছোতে এবার কলেজ অধ্যক্ষদের চিঠি উপাচার্যকে। একাধিক অধ্যক্ষের চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে। সুরেন্দ্রনাথ কলেজ মর্নিং ও ইভিনিং ও বঙ্গবাসী কলেজ ইভিনিং এর অধ্যক্ষরা চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন শান্তা দত্ত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছেও দরবার করেছেন অধ্যক্ষরা।
অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য চিঠি দিয়েছে পুলিশকে। ৩০ হাজার পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের চিঠি দিয়েছেন তিনি। যাতে পরীক্ষার দিন যান চলাচল বা অন্যান্য কোনও সমস্যা না হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত বলেছেন, "প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হয়। এটা কোনও পিকনিক নয়। পরীক্ষার দিন বদলের কোনও সম্ভাবনাই নেই। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের গোটা সিন্ডিকেটের সিদ্ধান্ত।"
২৮ আগস্ট তৃণমুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই দিনেই পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আইন এবং বাণিজ্য বিভাগের। একাধিক বার চাপের মুখেও ২৮ অগাস্ট পরীক্ষাতেই অনড় ছিলেন অন্তর্বর্তী উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে একাধিক সদস্য ২৮ তারিখ পরীক্ষা নেওয়ার পক্ষেই মত দেন। সেই বৈঠকে থেকেই সিন্ধান্ত হয় পরীক্ষার সূচি পরিবর্তন হবে না।
সোমবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের বাইরে মঞ্চ বেঁধে অন্তর্বর্তী উপাচার্যকে বেনজির কটূক্তি করে তৃণমূলের ছাত্র নেতারা। সেই বিষয়ে এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক অমিত কুমার ঘোষ বলেন, "২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছুটি ঘোষণার দাবী ছাত্র বিরোধী এবং অনৈতিক। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত না রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।"
Comments :0