Bihar

বিহার বিধানসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশ করবে ইন্ডিয়া : রাহুল গান্ধী

জাতীয়

বিহার বিধানসভা নির্বাচনে যৌথ ইস্তাহার প্রকাশ করবে ইন্ডিয়া। রবিবার বিহারে ভোট অধিকার যাত্রা চলাকালিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘‘বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে। বিহারের ইন্ডিয়া মঞ্চের দলগুলো একসাথে ইস্তাহার তৈরি করবে। রাজনৈতিক দিক থেকে এবং মতাদর্শগত দিক থেকে ইন্ডিয়া বিহারে লড়াই করবে।’’ রাহুল বলেন তিনি আশাবাদী বিহার নির্বাচনের ইতিবাচক ফলাফল নিয়ে। 
কমিশনকে নিশানা করে রাহুল বলেন, এসআইআরকে সামনে নির্বাচন কমিশন বিহারে বিজেপির হয়ে ভোট চুরি করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘‘বিজেপির হয়ে কোন ভাবে কমিশনকে ভোট চুরি করতে দেবো না।’’
বিহারে বিধানসভা নির্বাচনের আগে ‘ভোট অধিকার যাত্রা’ করছেন রাহুল গান্ধী। রয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এদিন বিহারের পূর্ণিয়া জেলায় প্রবেশ করে যাত্রা। সেখানে বাইক মিছিল করেন রাহুল এবং তেজস্বী। দুই নেতাকে বাইক চালাতে দেখা যায়। বিহারে বিরোধীদের ভোট অধিকার যাত্রাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। 
বিহার বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। উল্লেখ্য প্রায় ২.৫ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই যেই ভোটারদের থেকে এই সব নথি চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ.
বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সমীক্ষাকে হাতিয়ার করে রাজ্যের বিজেপি জোটের সরকারকে চাপে ফেলতে চাইছে ইন্ডিয়া মঞ্চ। ৯ জুলাই বিহারের নির্বাচন কমিশন দপ্তর অভিযান করেন বিরোধীরা। মিছিলে ছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই(এম-এল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা সহ ইন্ডিয়া নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment