বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের(৭১)’র দেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। স্তানীয় সমব সকাল সাড়ে ১১টা নাগাদ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারৃর উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশ সুত্রে জানা খবর তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, শুক্রবার কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে সাংবাদিকের দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। মৃতদেহর সঙ্গে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির মিল রয়েছে। রমনা থানা নিখোঁজ ডাইরির সঙ্গে যে ছবিটি পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়।
পুলিশের রমনা বিভাগের সহ কমিশনার মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটা দেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি।
গত বৃহস্পতিবার রাতে বিভুরঞ্জন সরকারের নিখোঁজের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলে ঋত সরকার।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার প্রবীণ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আজকের পত্রিকায় খোঁজ নিয়ে জানা যায়, গত ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন।
Bangladeshi Journalist
বাংলাদেশের মেঘনায় উদ্ধার নিখোঁজ সাংবাদিকের দেহ

×
Comments :0