আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীনা মণ্ডল। এদিন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর বিধানসভা এলাকার বালতি হাইস্কুলে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেখানে যান বিধায়ক এবং তার দলের লোকেরা। বিধায়ককে দেখেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাকে দেখে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ বিধায়ক এলাকার উন্নয়নে কিছুই করেনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধায়ক সেখান থেকে চলে যান।
এর আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর রাজপুর পৌরসভা এলাকাতেও একই ঘটনা ঘটে। সেখানেও এই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমুল কাউন্সিলরকে।
TMC
বিক্ষোভের মুখে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক

×
Comments :0