ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার দায় কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপালো রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মর্মে সওয়াল করেছেন রাজ্য সরকারের আইনজীবী।
হাইকোর্টে রাজ্যের বক্তব্যের নিন্দা জানিয়েছে এসএফআই। বলেছে, সরকার চায় না ভোট করাতে
এদিন কলকাতা হাইকোর্টে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত দু’টি মামলার শুনানি ছিল। যার মধ্যে একটি এসএফআই'র পক্ষ থেকে দায়ের করা হয়েছে। এই মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন করার দায়িত্ব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির। এখানে রাজ্য সরকারের কোনও দায়িত্ব নেই।
ছাত্রদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, "রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্র ভোট করার দায়িত্ব সরকারের। এই সংক্রান্ত বিধিও রয়েছে। এই মামলার পূর্ণ শুনানি প্রয়োজন।" মামলাটি ফের শুনানির জন্য তিনি কোর্টের কাছে আবেদন করেন। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ ১১ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেছেন।
ছাত্র ভোট সংক্রান্ত আরও একটি মামলায় আইনজীবী সায়ন ব্যানার্জি বলেন যে ২০২৩ সালে মামলা দায়ের করা হয়েছে। দু’বছর পর রাজ্য সরকার বলছে, দায়িত্ব নেই। এই মামলায় বিচারপতি আজ সরকারের আইনজীবীর কাছে জানতে চান গোটা রাজ্যের কলেজ বিশ্ববিদালয়ের সংখ্যা কত। সেই প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন এই সংখ্যা প্রায় ৩৫০। আদালত এই মামলায় নির্দেশ দিয়েছে যে রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে নভেন্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বক্তব্য জানাতে হবে।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "এতদিন কার্যত দায় অস্বীকার করে এবার কলেজ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে সরকার। বারংবার কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে সরকার না চাইলে তাদের কিচ্ছু করার নেই। স্পষ্ট হয়েছে সরকারের মনোভাব। সরকার চায় না ভোট করাতে।"
তিনি আরও জানিয়েছেন যে শিক্ষায় গণতন্ত্র আর গণতন্ত্রের শিক্ষা পুনরুদ্ধার করতে আরও তীব্র লড়াই করবে এসএফআই।
student election high court
ছাত্র ভোট না করানোর দায় শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপালো রাজ্য

×
Comments :0