MID DAY MEAL CAUSED ILLNESS

কুলতলিতে মিড- ডে-মিলের খাবার খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া

রাজ্য জেলা

MID DAY MEAL CAUSED ILLNESS সোমবার কুলতলির জামতলায় ব্লক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছাত্রী।

কুলতলিতে স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক ছাত্রছাত্রী। জামতলায় ব্লক হাসপাতালে প্রায় ৮০ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অসুস্থ ছাত্রছাত্রীদের এদিন বিভিন্ন চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। স্কুলের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ অসুস্থ হয়ে পড়ার পরও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষক দিব্যেন্দু বক্সির বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। 

অভিভাবকদের অভিযোগ, অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা তো দূরের কথা, স্কুলের প্রধান দরজা তালা বন্ধ করে আটকে রাখা হয় দীর্ঘ সময়। এর ফলে ছাত্রছাত্রীদের অসুস্থতা বেড়েছে। অভিভাবকেরা খবর পেয়ে স্কুলে আসেন। তাঁরাই কর্তৃপক্ষকে বাধ্য করেন গেটের তালা খুলতে। অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যান তাঁরাই।

 

কুলতলি ব্লকের জালাবেড়িয়া ২ অঞ্চলের খেওড়াখালি নকুল সহদেব হাই স্কুলে এদিন দুপুরে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মুরগির মাংস, ভাত দেওয়া হয়। খাওয়ার ঘন্টাখানেক পর থেকে ছাত্রছাত্রীরা বমি করে, পেটে ব্যথা হয়। শতাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয় বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন। 

ছাত্রছাত্রীদের চিকিৎসার খোঁজ খবর নিতে জামতলায় ব্লক হাসপাতালে আসেন সিপিআই(এম) কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডলসহ স্থানীয় পার্টি নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment