মণ্ডা মিঠাই
পাহাড়ে ওঠার টুকিটাকি : বিভিন্ন রকমের নট (Knot)
শুভম রায়চৌধুরি
নতুনপাতা
ক্যাম্পে প্রথম দিন লাঞ্চের পর আমাদের নানা রকমের গিঁট (knot) বাঁধা শেখান হয়। আমি যে গ্রুপে ছিলাম তার দায়িত্বে ছিলেন সাদাব স্যার। আমরা গোল হয়ে বসলাম। ক্যাম্পে আমাদের প্রত্যেককে একটা করে ছোট সরু রোপের অংশ (স্লিং) দেওয়া হয়েছিল। প্রথমে সাদাব স্যার নটগুলি দু’তিনবার করে দেখাচ্ছিলেন, সেগুলি কোথায় ব্যবহার হয় তা ব্যাখ্যা করছিলেন। তারপর আমরা একটাএকটাকরে সেগুলি বাঁধা শিখতে লাগলাম। এগুলি একেবারে শেখা হয়নি, বারবার চেষ্টা করে আয়ত্ত করতে হয়েছিল, আর না পারলে সাদাব স্যার খুব যত্ন করে শিখিয়ে দিচ্ছিলেন। সন্ধ্যা বেলা টিফিন খাবার আগে দেখলাম প্রায় সবাই এগুলি শিখে ফেলেছি।
সাদাব স্যার বললেন – যখনই সময় পাওয়া যাবে নট’গুলি প্র্যাকটিস করতে। ক্যাম্পের চারদিন আমরা তাই করার চেষ্টা করতাম। শেষ দিনে নট-বাঁধার পরীক্ষা দিতে হয়েছিল। আমাকে পরীক্ষায় সিট ব্যান্ড, ক্লোভ হিচ, ফিগার অফ এইট করে দেখাতে হয়েছিল। আমি সহজেই সেগুলি করে দেখাই। অবশ্য আমাদের স্কুলে শিউলি-ম্যাম আমাদের আগেই রিফ-নট, সিট-ব্যান্ড, ক্লোভহিচ শিখিয়েছিলেন।
যাহোক, এখন আমাদের শেখা নটগুলির তালিকা দিচ্ছি –
১) থাম্ব নট
২) ফিশারম্যান নট
৩) গাইডম্যান / বো-লাইন নট
৪) রানিং ফিগার অফ এইট ৯) সিট ব্যান্ড নট
৫) ইউনিভার্সেল ফিগার অফ এইট
৬) ডাবল ফিগার অফ এইট
৭) রিফ নট
৮) ইক্যুয়াল জয়রোপ জয়েনিং নট
৯) সিট ব্যান্ড নট
১০) ক্লোভ হিচ
১১)আন-ইক্যুয়েল জয় রোপ জয়েনিং নট
১২) বাটার-ফ্লাই রোপ কয়েলিং।
Comments :0