বেতন এবং কাজের শর্ত বদলানোর দাবিতে ধর্মঘটে যোগ দিলেন কানাডার ওয়েস্টজেট বিমান পরিবহণের প্রযুক্তি কর্মীরা। কানাডার দ্বিতীয় বৃহত্তম এই বিমান পরিবহণ সংস্থার ৭০০ কর্মী যোগ দিয়েছেন ধর্মঘটে।
বিমানকর্মীদের ধর্মঘটের জেরে বাতিল হয়েছে ৪০০ উড়ান। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছেন বিমানকর্মীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে আলোচনা চললেও সম্মতিতে পৌঁছানো যায়নি।
বিমানকর্মীরা বলেছেন, ‘‘অভিজ্ঞ বিমানকর্মীদের বাধ্যরামূলক ছুটিতে পাঠানো হচ্ছে বিনা বেতনে। বেতনক্রম ঠিক করার কোনও শৃঙ্খলা থাকছে না। কাজের শর্ত বিনা নোটিশে বদলে দেওয়া হচ্ছে ঘনঘন। বারবার জানিয়ে বা আলোচনায় বসেও কোনও সুরাহা হয়নি।’’
ওয়েস্টজেট কর্তৃপক্ষ ধর্মঘটকে বেআইনি বললেও মানতে নারাজ কর্মী ইউনিয়ন। সংবাদ প্রতিষ্ঠান সিএনএন-কে ওয়েস্টজেট কর্মী ইউনিয়ন জানিয়েছে যে কানাডার শিল্প সম্পর্ক বোর্ড ধর্মঘটে আইনসম্মত ঘোষণা করেছে।
CANADA AVIATION STRIKE
ধর্মঘটে কানাডার ৭০০ বিমানকর্মী, বাতিল ৪০০ উড়ান
×
Comments :0