MUKTADHARA : POETRY : GRATE BANGALI : PRADIP KUMAR CHAKROBORTY : 28 SEPTEMBER 2024, SATURDAY

মুক্তধারা : কবিতা : বাঙালী মৃত্যুঞ্জয় : প্রদীপ কুমার চক্রবর্তী : ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  GRATE BANGALI  PRADIP KUMAR CHAKROBORTY  28 SEPTEMBER 2024 SATURDAY

মুক্তধারা : কবিতা

বাঙালী মৃত্যুঞ্জয়

প্রদীপ কুমার চক্রবর্তী

কোথা ঈশ্বর , জগদীশ্বর 
তাঁর কাছে ছিল ভ্রান্ত 
মানুষই তাঁহার পরম রত্ন
সেসবেই ছিল ধ্যান জ্ঞান,
তাদের দুঃখ তাদের কষ্টে 
সব শুনে তিনি শ্রান্ত
সেই সব ক্ষতে প্রলেপ চাপাতে 
তাঁর জীবনের বাজি অম্লান।

যত সংস্কার সমাজের ব্যাধি
তাঁর তীব্র অবিশ্বাস,
অশিক্ষা ও কুশিক্ষা সাথে 
তাঁর আজীবন সংগ্রাম,
নারী শিক্ষার আধুনিকতায় 
তারা ফেললো গভীর শ্বাস 
তাঁর সৃষ্ট 'বর্ণে 'হলো 'পরিচয় '
সব পূর্ণ মনস্কাম ।

বাঙালী জাতির স্বাভিমান ব্রত
জাগলো নতুন ছন্দে 
অভাগিনী যত বিধবার কূল
হলো প্রত্যয়ী আলো- চেতনে 
বহু বিবাহের মাথায় ত্রিশূল 
হলো নিন্দিত সব বন্ধে 
তিনি ঈশ্বর আলোকিত পথে 
ভাসালে ঋদ্ধ মননে ।

তিনি বিদ্যাসাগর করুণা সাগর 
বিরোধীরা খোঁজে দোষ 
কার্মাটাঁড়ের শ্যামলী প্রকৃতি 
মেলে ধরে প্রিয় আশ্রয় , যত
যত সাঁওতাল নীচ জাতি পায় 
তাঁর সেবাতেই সন্তোষ
তাঁর হৃদয়ের পালে জাগে উচ্ছ্বাস 
তিনি বাঙালী মৃত্যুঞ্জয়।

 

Comments :0

Login to leave a comment