MAMATA MEGHALAYA

দুর্নীতির বিকল্প তৃণমূল! মেঘালয়ে দাবি মমতার

জাতীয় রাজ্য

Mamta Meghalaya মেঘালয়ে মমতা। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে।

পশ্চিমবঙ্গে দলের নেতাদের ঘিরে ধরছেন মানুষ। একের পর এক অভিযোগ দুর্নীতির। তার মধ্যেই মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে একমাত্র বিকল্প দাবি করে ভোট চাইলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদিন জনসভা করেছেন গারো হিলসের মেন্ডিপাথার এলাকায়। ২০২১’র নভেম্বরে তৃণমূল কুশলী ভূমিকা নিয়ে গুরুতর ভাঙন ধরিয়েছিল কংগ্রেসে।

ওই সময় কংগ্রেসের ১২ বিধায়ক দল বদলে যোগ দেন তৃণমূলে। এই দলবদলুদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাঙমাও। 

দলবদলু ১২ বিধায়কের ৯ জন গারো হিলস এলাকার। এদিন তৃণমূলনেত্রীও জনসভা করেছেন এই এলাকাতেই। জনসভায় কংগ্রেস ভাঙানোর সাফাই দেোয়ার চেষ্টাও করেছেন মমতা। 

মমতা বলেছেন, ‘‘আমার ওপর ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল। ভয়াবহ হিংসার শিকার হয়েছি আমি। সেই সময়ে কংগ্রেস আমাকে সুরক্ষা দেয়নি। আমি কংগ্রেসেই ছিলাম। তাই আলাদা দল করি।’’ 

মমতা যদিও কিছুদিন আগেও রাষ্ট্রপতি পদে নিজের প্রার্থী বিজেপি ছেড়ে আসা যশবন্ত সিং’র পক্ষে ভোটের জন্য সব বিরোধী দলের কাছে তদ্বির করেছিলেন। দিল্লিতে যৌথ সভায় কংগ্রেসকে রেখেই বিজেপি’র বিরুদ্ধে সব বিরোধী দলগুলিকে একজোট হওয়ার জন্য বলেছিলেন। সেই তৃণমূলই উপরাষ্ট্রপতি পদে ভোটে বিজেপি’র প্রার্থী জগদীপ ধনকড়ের বিরোধিতা থেকে সরে দাঁড়ায়। 

এদিন মমতা বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ৪০ শতাংশ বাড়িয়ে দিয়েছি। স্বনির্ভর গোষ্ঠী এবং আইসিডিএস-আশা কর্মীর কাজ হয়েছে।’’ 

উল্লেখ্য আশা এবং আইসিডিএস, দুই-ই কেন্দ্রীয় প্রকল্প। সম্প্রতি আবাস যোজনার সমীক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গে এই দুই প্রকল্পের কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তৃণমূল সরকার। যাবতীয় হামলা হুমকির মুখে পড়তে হচ্ছে কাজ এবং আর্থিক প্রতিদানের সুরক্ষা না থাকা এই মহিলাদের। তা নিয়ে প্রতিবাদও হয়েছে।’’ 

মমতার দাবি, ‘‘মেঘালয়ে কৃষক, মহিলা, সংবাদমাধ্যমের কর্মী সবার স্বার্থ রক্ষা করতে পারে একমাত্র তৃণমূল।’’ তিনি বলেছেন, ‘‘গত পাঁচ বছরে কাজ কী হয়েছে তার জবাব দিতে হবে। এত দুর্নীতি কেন হয়েছে? কেন বিদ্যুৎ পৌঁছায়নি বহু জায়গায়? যারা সরকার চালাচ্ছে তারা আসলে বিজেপি’র ‘প্রক্সি’। তা’হলে কেন্দ্রের সরকার কী করছে।’’

কংগ্রেস ভেঙে তৃণমূলে যাঁরা এসেছিলেন তাঁদের ৩জন আবার গত এক মাসের মধ্যেই অন্য দলে যোগ দিয়েছেন। একজন সরাসরি যোগ দিয়েছেন বিজেপি’তে। আরও ২ জন, মুখ্যমন্ত্রীরই আখ্যা অনুযায়ী, যোগ দিয়েছেন বিজেপি’র ‘প্রক্সি’ এনপিপি’তে।  জনসভায়  ভাষণ দেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিও। 

Comments :0

Login to leave a comment