Malda Cold Storage

হিমঘর চালু করার দাবি জানিয়ে স্মারকলিপি

জেলা

Malda Cold Storage

মালদহ অন্যতম পাইকারী ফল ও সব্জীর বাজার ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজারে যা শহরের দক্ষিণ দিকের প্রবেশ পথের ধারে। এই নিয়ন্ত্রিত বাজার বামফ্রন্ট সরকারের উদ্যোগে তৈরি হয় এবং যা ২০০১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেন। এই বাজারে দেশের বিভিন্ন রাজ্য থেকে আপেল, মৌসম্বী সহ বিভিন্ন সিজিনাল ফল আসে। এই হিমঘরে তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে একটি বহুমুখী হিমঘর চালু হয় যা ব্যবসায়ীদের বিশেষতঃ ফল ব্যবসায়ীরা উপকৃত হয়। কিন্তু পরবর্তীতে এই হিমঘর খারাপ হয়ে গেলে ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।

 সমস্যায় পড়েন এই হিমঘরে যেসব লোডিং আনলোডিং কাজ করা শ্রমিকরাও কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েন। এই সমস্যার সমাধান করে হিমঘর চালু করার দাবি জানিয়ে বাজার কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন বাজারের ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক সংগঠন। দীর্ঘ  প্রতীক্ষার পর আবার এই হিমঘর চালু হল। স্বাভাবিকভাবেই শ্রমিক ও ব্যবসায়ীরা। সিআইটিইউ নিয়ন্ত্রিত বাজার নির্ভর শ্রমিক ইউনিয়নের সম্পাদক অনুপম গুণ বলেন আমরা হিমঘরের কুলচেন চালু ও শ্রমিকদের কাজের দাবীতে বাজারউ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।এবার কুলচেন চালু হওয়ার ফলে শ্রমিকরা যেমন‌ কাজ পাবে তেমন ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

Comments :0

Login to leave a comment