সোনারপুরে একটি গেঞ্জী কারখানায় রুবী কুমারী (২৪) নামে এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর করে। সোনারপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত শ্রমিক ঝাড়খন্ডের ধানবাদের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার ঘটনাটি ঘটে সোনারপুরের রামচন্দ্রপুরে। ওই শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। গত ৪ দিন ধরে অসুস্থ ছিলেন। কাশি, বমিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতা সত্বেও তিনি ছুটির কথা বললেও তাঁকে ছুটি দেওয়া হয়নি। তিনি কারখানার হোস্টেলেই থাকতেন। বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। এদিকে বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্কে রয়েছেন শ্রমিকরা।
Comments :0