অনিন্দ্য হাজরা
মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি দলের এই বিধায়ককেই প্রার্থী করেছে এবার।
মুর্শিদাবাদ শহরের বিখ্যাত কাটরা মসজিদ হয়ে জাতীয় সড়ক এসেছে ভগবানগোলার দিকে। আসার পথে শহর এবং লাগোয়া এলাকায় একের পর এক ছিটেবেড়ার ঘর।
বিজেপি’র সভায় সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরির দাবি করে চলেছেন। রাজ্যে তৃণমূলের দুর্নীতি দেখিয়ে টাকা পাঠানো বন্ধ করেছেন। অপরাধীরা যদিও শাস্তি পায়নি। কিন্তু যখন চালু ছিল মুর্শিদাবাদে কাজ হয়েছে কতটা? বিজেপি’র বিধায়ক কেন্দ্রে তাঁরই সরকারের প্রকল্প রূপায়নে আগ্রহ দেখিয়েছেন কতটা?
মুর্শিদাবাদ কেন্দ্রে এই প্রশ্ন রয়েছে। যেমন বিজেপি, তেমন তৃণমূল। নামেই রাজ্য সড়ক। আসলে ধুলো ওঠা ভেঙে পড়া জায়গায় জায়গায়, এমনই রাস্তা। রক্ষণাবেক্ষণ নেই প্রায়। বিজেপি-ই বা এই রাস্তার দাবিতে সরব হয়েছে কতবার?
যেমন বাড়ির চেহারা, তেমনই অবস্থা বাসিন্দাদের। অনুন্নয়নের ছবি খুঁজতে হয় না।
বস্তুত মুর্শিদাবাদে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থী এবং কংগ্রেসকেই দেখেছেন জনতা। বিজেপি রাস্তায় নেমে লড়াইয়ে থাকেনি। বিশেষ করে পঞ্চায়েতের সময় তৃণমূলের কড়া সন্ত্রাসের বিরুদ্ধে জেলার মানুষ দেখেছেন এই শক্তিকেই। লড়েছে কেবল নয়, প্রতিরোধও গড়েছে।
ভগবানগোলায় আইএসএফ এবং তৃণমূলের প্রচারে দেখা যাচ্ছে টোটোয় রেকর্ড করা বক্তব্য প্রচার করতে। মাইক হাতে এক বা কয়েকজন প্রচার করছেন, এই দুই দলের ক্ষেত্রে তেমন দেখা যাচ্ছে না। তা থেকে যদিও তৃণমূলের শক্তি মাপতে যাচ্ছেন না বাম বা কংগ্রেস কর্মীরা। তৃণমূলের সবচেয়ে বড় সহায় পুলিশ। বিরোধী প্রচারে বাধা দিতে যেমন সক্রিয় তেমন তৃণমূলের পক্ষেও ভূমিকা নিতে দেখা গিয়েছে, জানিয়েছে জনতা।
বিজেপি-র শক্তি এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় একেবারেই ধর্মীয় বিন্যাসের নিরিখে সাজানো। হিন্দু পাড়া বা মহল্লায়, বিভাজনের বিষ ছড়ানো আছেই। হিসেব করেই আছে।
ফলে মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের প্রচারে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা যেমন রয়েছে তেমনই রয়েছে দেশ বাঁচানোর আহ্বান। দেশের সংবিধানকে বাঁচানোর আহ্বান। তার প্রভাবও দেখা যাচ্ছে।
হরিহরপাড়ায় কুমারদহ ঘাট সংলগ্ন চায়ের দোকানে আড্ডা। এক যুবক বলেই দিলেন, বুঝলেন সেলিমদা এবার জিতবেই। পালটা বলা হলো, আপনি কি সিপিআই(এম)। সরাসরিই জবাব, ‘’আমি সিপিআই(এম) করি ঠিক। এই দোকানে বাকিদের জিজ্ঞেস করুন। বাইরে দেখুন।’’
মুর্শিদাবাদ কেন্দ্রে ঘুরলে স্পষ্টই বোঝা যাচ্ছে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমের প্রচারের জোর। কিন্ত সেই সঙ্গে কর্মীদের মধ্যে লড়াইয়ের মেজাজও বড় সম্পদ বামফ্রন্ট এবং কংগ্রেসের।
MD SALIM MURSHIDABAD
প্রচার ছুঁয়েছে জনতাকে, কর্মীদের মেজাজও বড় সম্পদ সেলিমের
×
Comments :0