মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসী এবং সেবকের। আহত হয়েছেন ৬ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উপর বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত সন্ন্যাসীর নাম শুভঙ্করানন্দজী মহারাজ(৫৫) এবং সেবক বাসুদেব মন্ডল(৬০)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা গেছে, বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ৬ জন একটি ম্যাটাডোরে করে পূর্ব মেদিনীপুরের মহিষাদল যাচ্ছিলেন। পথে সকাল ৬টা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে চলে যায়। সেইসময় কলকাতামুখী একটি বালি বোঝাই লরির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। ম্যাটাডোরটি রস্তার মাঝে উল্টে গিয়ে চাপা পড়ে যায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী সহ অন্যান্যরা। একই সময়ে লরির পিছনে থাকা একটি ছোট চারচাকা গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরে পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ তিনটি গাড়িকে আটক করে। এদিন মৃত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে অপর একটি দুর্ঘটনায় ডিভাইডারে চারচাকা গাড়ি ধাক্কা মেরে মৃত্যু হলো এক কিশোরের। আহত এক। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার মানকুর মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম রূপঙ্কর মান্না (১৭)। বাড়ি বাগনান থানার খালোড় গ্রামে। জানা গেছে, রবিবার রাতে রূপঙ্কর এবং তার এক বন্ধু গাড়িতে করে কোলাঘাট যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন রুপঙ্করের বন্ধু। মানকুর মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে দুজনেই আহত হয়। দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রূপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।
Road Accident in Bagnan
বাগনানে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত তিন

×
Comments :0