মালবাজার ব্লকের পূর্ব তেসিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায়, যখন স্থানীয়রা এক বিশাল আকৃতির অজগর সাপকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই অজগরটি চা বাগান সংলগ্ন এলাকায় প্রবেশ করে একটি ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পেঁচিয়ে ধরে গিলে ফেলার চেষ্টা শুরু করে। ঘটনাটি নজরে আসতেই এলাকাজুড়ে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। স্থানীয় শ্রমিকরা প্রাণপণে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ছাগলটিকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় মালবাজার বনদপ্তরে। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে উদ্ধার করে নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেন।
বনদপ্তরের এক আধিকারিক জানান, অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। তিনি স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি এমন বন্যপ্রাণী চোখে পড়লে সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেওয়ার পরামর্শ দেন। ঘটনাকে ঘিরে পূর্ব তেসিমলা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
Python Rescued
অজগর গিলে খেলো আস্ত ছাগল, চাঞ্চল্য মালবাজারে
×
Comments :0