an example of harmony

সম্প্রীতির নজির উত্তর দিনাজপুরে

জেলা

an example of harmony


আবারও এক সম্প্রীতির নজির উত্তর দিনাজপুর জেলায়। এলাকার  মুসলিম যুবকদের কাধে চড়েই হিন্দু বৃদ্ধের শেষকৃত্য। এগিয়ে এলেন বহু মানুষ। ঘটনাটা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকে। 
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন চাকুলিয়া ব্লকের আরানি গ্রামের বাসিন্দা রামবিলাস রায়। বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তাঁর দুই ছেলে, এক মেয়ে ও তাঁর এক ভাই রয়েছেন। বাবার মৃত্যুর পর দিসেহারা হয়ে পড়েন।  আর্থিক অনটন , শেষকৃত্য কি ভাবে করবেন তাঁরা কিছু বুঝে উঠতে পারছিল না। গ্রামে নেই কোনও আত্মীয়স্বজন। চাকুলিয়া ব্লকের আরানি গ্রামে ৩টে মাত্র হিন্দু পরিবারের বসবাস। প্রায় নেই বললেই চলে। খবর পেয়েই এগিয়ে এলেন সিপিআই(এম) কর্মী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান।

 প্রতিবেশীদের হাকডাক করেই এগিয়ে এলেন। এই পরিস্থিতিতে প্রাক্তন প্রধানের আহ্বানে এগিয়ে আসেন গ্রামের মুসলিম যুবকেরা। তাঁরা একজোট হয়ে এসে সন্ধায় মৃত  রামবিলাস রায়ের মরদেহ কাঁধে নিয়ে শ্মশানে পৌছালেন। প্রথা মেনেই গণ্ডাল শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। জানা গিয়েছে, এর আগেও ওই বৃদ্ধের বাবার সৎকারে এগিয়ে এসেছিলেন গ্রামের মুসলিম প্রতিবেশীরাই। 
স্থানীয় তরিয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সিপিআই(এম) কর্মী জাকির হোসেন বলেন, ‘আমার বাড়ি আরানি গ্রামে। রামবিলাস রায় এই গ্রামে সবার কাছে কাকা হিসেবে পরিচিত ছিলেন। খুব সরল প্রকৃতির এবং জনপ্রিয় মানুষ ছিলেন। তাঁর  মৃত্যুর খবর পেতেই গ্রামের উভয় সম্প্রদায়ের মানুষ তাঁর সৎকারে এগিয়ে এসেছেন’।
 

Comments :0

Login to leave a comment