NATUNPATA — NATUNDA

নতুনপাতা / চিঠির ঝাঁপি — নতুনদা

ছোটদের বিভাগ

NATUNPATA   NATUNDA

চিঠির ঝাঁপি   

নতুনদা

নতুনপাতা

ছোট্ট সোনার ভাইবোনেরা,
   আদর আর ভালোবাসা নিও। বেশ কয়েকটা হপ্তা পার হয়ে তোমাদের সাথে কথা বলছি। কী করবো বলো রাজ্য জুড়ে শুধু লুট। বাড়ি ঘরদৌর পোড়ানো, এমনকী অমূল্য প্রাণের মৃত্যু। গামবাংলার হাজার লাখো মানুষের সব হারানো 
হাহাকার। এর মধ্যে কী আর ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলা যায়?  তোমাদের দিকে তাকানোরই সময় পাচ্ছিলামনা। এই বীভৎস সময়ের ভেতরেও নতুনপাতাকে তোমরা ভরিয়ে রেখেছ তাইতো তোমাদের বলছি সবাশ! অনেক 
অনেক অভিনন্দন।
   সামনেই আসছে বাইশে শ্রাবণ। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে হয়তো একমাত্তর কান্ডারী রবীন্দ্রনাথের মৃত্যুদিন না আমরা শোক করবোনা আমরা তাকে স্মরণ করবো। তাঁর গল্প,গান কবিতায় দিনটাকে মনে করবো। কেননা এই  
বিভীষিকাময় দিনে তাঁর সৃষ্টি- আমাদের বেঁচে থাকার লড়াইয়ের কথা শোনাবে। নতুন দিনের কথা বলবে। আমি চাই-তোমরা আমাদের লিখে জানাও তোমরা এই দিনটাকে কীভাবে মনে রাখবে। আর সেটাই হবে আমাদের পরম পাওয়া।
         — তোমাদের নতুনদা

Comments :0

Login to leave a comment