NATUNPATA QUZE 9 NOVEMBER

বলতে পারো - অমল কর ছোটদের পাতা

ছোটদের বিভাগ

বলতে পারো 
জিজ্ঞাসা 
১) নেদারল্যান্ডস কোন্ কোন্ ক্রিকেটদলকে  ঘায়েল করেছে?
২) ৫০ ওভার বিশ্বকাপ ক্রিকেটের
এক ম্যাচে কোন্ বোলার সবচেয়ে বেশি
রান খরচ করেন?
৩) বিশ্বের ৫টি সবচেয়ে জোরালো ভূমিকম্প সম্বন্ধে যা জানো বলো।
৪)হিমালয় পর্বতমালায় বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ রয়েছে কতগুলো ?
৫) বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোথায় অবস্থিত?
৬)একটি হাতির শুঁড়ে কতগুলো পেশি থাকে?
সমাধান 
১)প্রথমে নামিবিয়া পরে স্কটল্যান্ডকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে এবার নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে পরাস্ত করে আলোড়ন সৃষ্টি করে।
২)শ্রীলঙ্কার বোলার মাথিশা পাথিরানা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয়া দিল্লিতে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ
ক্রিকেটে রেকর্ড সর্বাধিক ৯৫ রান খরচ করেন।
৩)২০০৪ সালে ভারত মহাসাগরীয়
ভূকম্পে সুনামিতে ১১ টি দেশে ২ লক্ষ
৫০ হাজার মানুষের মৃত্যু হয়।রিখটার
স্কেলে কম্পন ৯.৩।১৭৭৫ সালে ৮.৭
মাত্রায় কম্পন হয় পোর্তুগালের লিসবনে।
চিনের শেনসিতে ৮.০ মাত্রায় কম্পন ১৫৫৬ সালে। ৭.৯ কম্পনে জাপানের
কোয়াটোতে ১৯২৩ সালে এবং ১৯২০
সালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয় চিনের
নিংসিয়াতে।
৪) বিশ্বের সবচেয়ে উঁচু ২০টি শৃঙ্গ রয়েছে হিমালয় পর্বতমালায়।তন্মধ্যে সর্বোচ্চ 
শৃঙ্গ এভারেস্ট । উচ্চতা ৮৮৫০মিটার।
৫)দক্ষিণআমেরিকার আন্দিজ
বিশ্বের দীর্ঘতম পর্বতমালা ।৭২৪০
কিমি লম্বা।
৬)একটি হাতির শুঁড়ে প্রায় ৪০ হাজার
পেশি থাকে।

Comments :0

Login to leave a comment