New Cross Word — NATUNPATA / 28 SEPTEMBER

নতুন বলতে পারো — অমল কর / নতুনপাতা / ২৮ সেপ্টেম্বর

ছোটদের বিভাগ

New Cross Word   NATUNPATA  28 SEPTEMBER

নতুনপাতা

বলতে পারো

অমল কর 

 

জিজ্ঞাসা

১)ফুটবল খেলা থেকে অবসর নেবার পর
চলচ্চিত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এরকম ছয়জন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম বলো।
২)রঞ্জি ট্রফিতে এক ম্যাচে সর্বাধিক রান
কে করেন?
৩)শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কবে কেন কারা 'বিদ্যাসাগর' উপাধি দেয়?
৪)পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরচিত 
কয়েকটি গ্ৰন্থের নাম বলো।
৫)কোন্  মহিলা ঔপন্যাসিক পুরুষের ছদ্মনামে লিখে বিখ্যাত হন?
৬)বাঘ, বাদুড়,গোরু,হরিণ ও হাতির ছানা (বাচ্চাদের) ইংরেজিতে কি নামে ডাকা হয়।


 

Comments :0

Login to leave a comment