Tea Workers

লালঝাণ্ডার নিচে চা বাগান শ্রমিকরা

জেলা

Tea Workers


একমাত্র লালঝান্ডাই পারে প্রকৃত শ্রমিকদের স্বার্থে লড়াইের ময়দানে বুক চিতিয়ে দাঁড়াতে। ভুল বোঝানো হয়েছিল অনেককেই। একের পর এক বাগান দখল থেকে ভয় ভীতি দেখিয়ে জোর করে মাসোহারা গুনতে হতো শ্রমিকদের। ফের চা বাগানের শ্রমিক সম্মেলনে কুসুম টি এস্টেটের শ্রমিকেরা। 


বুধবার বাগানের সামনে হয় সম্মেলন। উদ্বোধন করেন ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের নেতা কার্তিক শীল। ইউনিয়নের জেলা সম্পাদক কার্তিক শীল জানান, ‘ চোপড়ার মূল অর্থনীতি দাড়িয়ে আছে চা এর ওপর, গত আট দশ বছরে শাসক দল আশ্রিত মাফিয়াদের অত্যাচারে প্রচুর বড় চা কোম্পানি চোপড়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, প্রতি মাসে কয়েকটা বড় ও মাঝারি বাগান টুকরো করে বিক্রি হয়ে যাচ্ছে, স্থায়ী শ্রমিক ক্রমাগত ছাঁটাই হচ্ছে। জীবণ ও জীবিকার স্বার্থে শ্রমিকেরা আবার লাল ঝান্ডার তলে জড়ো হচ্ছেন, সামনে অনেক বড় লড়াই।"


সম্মেলন থেকে ৩১ জনের কমিটি গঠিত হয়েছে। সম্মেলন থেকে কমল মুর্মু সভাপতি, দীপেন সিংহ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন তরুণ সোরেন।
 

Comments :0

Login to leave a comment