Coromandel Rail Accident

হাসপাতালে রেড ভলান্টিয়াররা, চালু হেল্পলাইনও

জাতীয় রাজ্য

দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হচ্ছে খড়্গপুর রেল হাসপাতাল এবং মেদিনীপুর জেলা হাসপাতালেও। শুক্রবার রাতে হয়েছে দুর্ঘটনা। শনিবার সকাল থেকেই পুরোদমে ঝাঁপিয়ে পড়েছেন রেল ভলান্টিয়াররা। ইউনিফর্ম গায়ে সহায়তা করছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা হয়েছে। প্রশাসনিক সহায়তার পাশাপাশি দুর্ঘটনায় আহত এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে রেড ভলান্টিয়াররা। করোনা মহামরীর সময় যে বাহিনী রাজ্যের মানুষের ভরসা হয়ে উঠেছিল। 

 

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এগিয়ে এলো রেড ভলান্টিয়ার। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় আক্রান্ত মানুষ যারা মেদিনীপুর মেডিকেল কলেজ বা খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি আছেন তাদের রক্ত সহ যে কোন জরুরি প্রয়োজনে RED VOLUNTEER যোগাযোগ নম্বর:


মেদিনীপুর মেডিক্যাল কলেজের জন্য
কুন্দন- ৯১৯৪৭৪৯৭০৭৮৩
সঞ্জয়- ৯১৭০৭৬২৬৪৮৪৩
চন্দন- ৮৬১৭৫৩৬১২৯
সুদীপ- ৯৯৩৩০৩০১৮৮
রনিত- ৭৭৯৭৩৪০৫৪০
সুকুমার- ৯৭৪৯৫০১৮৭৫
সুব্রত- ৯৮৩২১৭৪৬২৭
নীলোৎপল- ৮০০১১২৯৯৯৫
বাবু- ৯৯৩২২৮১২১৮

খড়গপুর রেল হাসপাতালের জন্য

অমিতাভ- ৯৫৪৮১৮৩৩৪
ডি কুমার- ৭০০১০৫৫৭৮০
মুকুল- ৯৬১৪১২২৯০৪
দুর্মাদ- ৯৪৩৪৮৯৪২২১
সবুজ- ৯৯৩৩৭৫০৬৯২

সাধারণ সমস্যার জন্য

বিজয়- ৯০৮৩৭৭৯২৬০
তাপস- ৯৪৩৪০২৫১৫২

Comments :0

Login to leave a comment