Coromandel Express Accident

ট্রেন দুর্ঘটনায় ডুয়ার্সের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

রাজ্য জেলা

Coromandel Express Accident


বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা চা বাগানের এক যুবকের মৃত্যু হল। আহত আরও দু'জন। মৃত শ্রমিকের নাম সাগর খাড়িয়া(৩০)। সে নাগরাকাটা ব্লকের নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা। আহতদের নাম ধরমনাথ সিং(১৯) ও আমন উরাও (২৪)।


জানা গিয়েছে, গত তিন মাস আগে নাগরাকাটা চা বাগানের ১৩ জন যুবক বেঙ্গালুরু গিয়েছিলেন একটি হোটেলে কাজ করতে। ছুটিতে যসবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। শুক্রবার রাতে বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাগর খেরিয়ার মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধিন। যেই সময় ছেলের মৃত্যুর সংবাদ আসে সেই সময় মা সিলবিনা খেড়িয়া বাগানে চা পাতা তুলছিলেন। সহকর্মীরা মৃত্যু সংবাদ দেয়। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর খবর নাগরাকাটায় পৌঁছাতেই শোকের আবহ তৈরি হয় চা বাগানে। ছেলের মৃত্যু সংবাদে বাকরুদ্ধ বাবা বুধিরাম খেড়িয়া। নিহত সাগর খেড়িয়ার পরিবার থেকে ছেলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। মাল মহকুমা শাসক ভগবানদাস পীষুষ সালুঙ্কে জানান সাগর খেড়িয়ার মৃতদেহ বাড়িতে আনার সব প্রচেষ্টা চলছে।


 

Comments :0

Login to leave a comment