দেশের চরিত্র রক্ষা করতে হবে। সেই উদ্দেশ্যেই বিজেপি বিরোধী দলগুলি বৈঠক করেছে। রক্ষা করতে হবে দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের চরিত্র। রক্ষা করতে হবে সংবিধানকে। শুক্রবার পাটনায় বিরোধী দলগুলির বৈঠকের পর সংবাদমাধ্যমে এই ব্যাখ্যা দিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
তিনি জানিয়েছেন, যৌথ রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হবে। সেই সঙ্গে বেকারি, মূল্যবৃদ্ধির মতো আক্রমণের বিরুদ্ধে গণআন্দোলন হবে। রাজ্যস্তরে আলোচনা হবে। রাজ্যভিত্তিক বাস্তবতা অনুযায়ী চেষ্টা হবে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগের সম্ভাবনা কমানো যায়। ইয়েচুরি বলেছেন, আগামী সময়ে আলোচনা প্রক্রিয়া চলবে।
এই বৈঠকের উদ্যোগ নেন জনতা দল (ইউ) নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২০২৪’র লোকসভা নির্বাচন ঘিরে বোঝাপড়ার লক্ষ্য জানিয়ে বিরোধী বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে দিল্লিতে বিভিন্ন বিষয়কে সামনে রেখে বৈঠক করেছে। শুক্রবারের বৈঠক লোকসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে হয়েছে। বৈঠকের পর বক্তব্য জানান দলগুলির নেতৃবৃন্দ।
ইয়েচুরি বলেন, ‘‘আমাদের দেশের চরিত্র কী? তা হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বা গণরাজ। এই গণরাজকে ভেঙে বিজেপি সরকার ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্র করার দিকে এগচ্ছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বদলে দিচ্ছে। এমন ব্যবস্থা আনতে চাইছে যা আসলে সংবিধানের মৌলিক ভিত্তির ওপর আঘাত।’’
কেন্দ্রের বিজেপি-আরএসএস সরকারের আক্রমণ ব্যাখ্যা করে ইয়েচুরি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, আর্থিক স্বনির্ভরতা, সামাজিক ন্যায় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত নামানো হয়েছে। একে রুখতে হবে। তার জন্য আগামী দিনে যৌথ রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হবে।’’
ইয়েচুরি জানিয়েছেন জনতার জীবিকার ওপর প্রতিদিনের আক্রমণের বিরুদ্ধে আন্দোলন গড়ার লক্ষ্যও আলোচনা হয়েছে বৈঠকে। তিনি বলেছেন, ‘‘বেকারি, মূল্যবৃদ্ধির মতো বিষয় ঘিরে গণআন্দোলন গড়া হবে।’’
নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘রাজ্যস্তরে আলোচনা হবে কিভাবে নির্বাচনী বোঝাপড়া সম্ভব। যাতে বিজেপি বিরোধী ভোটের বাঁটোয়ারা কমানো যায়। আগামী দিনেও দলগুলির মধ্যে বৈঠক হবে।’’
Comments :0