ভোটার কার্ড এবং আধার কার্ড বিবেচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে এই দুই নথি বিবেচনা করতে হবে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে।
এর আগে শুনানিতে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড বিবেচনার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু হলফনামা দিয়ে কমিশন জানায় যে এই নথির ওপর ভরসা রাখা হচ্ছে না।
এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং সূর্য কান্তের বেঞ্চ বলেছে যে আধার এবং ভোটার কার্ডকে প্রাথমিক বিচারে যোগ্য নথি হিসেবে ধরা যায়।
বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা এ বছরই। জুনের শেষে কমিশন এক মাসের মতো সময়সীমা দিয়ে বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করে। ভোটার তালিকায় এই সংশোধনে ২০০৩’র পর নাম উঠেছে এমন সকলকে ভোটদাতা হিসেবে যোগ্যতা প্রমাণের জন্য ১১টি নথির তালিকা দেয়। কিন্তু জনসাধারণ সবচেয়ে বেশি ব্যবহার করে যে যে নথি, আধার বা ভোটার কার্ড এমনকি রেশন কার্ড এই তালিকার বাইরে রাখা হয়। নির্দিষ্ট অংশের বিপুল নাম বাদ দেওয়ার জন্য কেন্দ্রের সরকারের ইঙ্গিতে কমিশনের এই পদক্ষেপকে চিহ্নিত করে বিরোধী দলগুলিকে। সংসদের চলতি অধিবেশনেও চলছে তোলপাড়।
গত ১০ জুলাই বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ কমিশনকে আধার, ভোটার ও রেশন কার্ড বিবেচনার অনুরোধ জানালেও তা খারিজ করে দেয় কমিশন।
এদিন বিচারপতি জয়মাল্য বাগচী ও সূর্য কান্তের বেঞ্চ কমিশনকে বলেছে, ‘প্রাথমিক বিচারে বলা যায় যে রেশন কার্ড জাল করা তুলনায় সহজ। কিন্তু আধার এবং ভোটার কার্ডের ক্ষেত্রে তা নয়, সঠিক নথি বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া উচিত। এই নথি নিতে থাকুন।‘
বিহারের এই প্রক্রিয়া বা এসআইআর’র সূচি অনুযায়ী ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আবেদন জানানো হলেও তা গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের বেঞ্চ।
উল্লেখ্য, কমিশন বিপুল সংখ্যায় ফর্ম জমার সাফল্য দাবি করছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয় স্তরে সমীক্ষায় দেখা গিয়েছে আদৌ এত কম সময়ে সব বাড়ি পৌঁছানো হচ্ছে না। এমনকি ভোটদাতারা অনেকেই নিজেরা ফর্ম ভরছেন না বলে অভিযোগ। সময়ের অভাবে নথি ছাড়াই আপলোড করা হচ্ছে ফর্ম। এবার নাম বাদ যাওয়ার আশঙ্কা থাকছে। কমিশন বলেছে আগস্টে খসড়া প্রকাশের পর নাম বাদ থাকলে নথি নিয়ে আবেদন করা যাবে। কিন্তু কমিশনই আবার ৬০ লক্ষ নাম বাদ দেওয়ার সম্ভাবনা জানিয়েছে। দেখা গিয়েছে কমিশনের তথ্যেই চব্বিশ ঘন্টার মধ্যে ‘খুঁজে পাওয়া যায়নি’ ভোটদাতার সংখ্যা লাফিয়ে বেড়েছে। সুপ্রিম কোর্টের শুনানিতে এই গরমিল হাজির করা হয়েছে।
আদালত সোমবার বলেছে, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। প্রক্রিয়া জারি থাকুক। বেআইনি কাজ দেখা গেলে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে।’ মঙ্গলবার আদালত চূড়ান্ত রায়ের দিনক্ষণ জানিয়ে দেবে।
SC SIR BIHAR
বিহারের ভোটার তালিকায় আধার, ভোটার কার্ড বিবেচনার নির্দেশ কমিশনকে

×
Comments :0