পুলিশি বাধা পেয়ে নবান্নের সামনের রাস্তায় বসে পড়লেন আন্দোলনকারিরা। জানিয়ে দিলেন দাবি মানা না হলে রাস্তায় বসে থাকবেন তারা। সোমবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২৫ শতাংশ বকেয়া ডিএ, চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া ও সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ, এপিটিএ, এবিপিটিএ সহ একাধিক সংগঠনের ডাকে ছিল নবান্ন অভিযান। পুলিশের পক্ষ থেকে এই মিছিলের কোন অনুমতি দেওয়া হয়নি।
মঙ্গলার হাট ব্যবসায়ী সমিতি গত মঙ্গলবার হাইকোর্টে মামলা করে এই মিছিলের বিরোধিতা করে। সেখানে তারা দাবি করে এই মিছিল হলে ব্যবসার ক্ষতি হবে। কিন্তু হাইকোর্ট কিছু বিধি নিষেধ করে মিছিল করার অনুমতি দেয়। কিন্তু কোর্টের নির্দেশের পরও পুলিশের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি।
এদিন নির্ধারিত সময় শুরু হয় মিছিল। বিপুল সংখ্যায় আন্দোলনকারিরা মিছিলে অংশ নেন। তাদের কথায় তারা কোন আইন ভঙ্গ করবেন না। দফায় দফায় পুলিশের সাথে তারা কথা বলেছেন। আন্দোলনকারিদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা নবান্নে গিয়ে তাদের দাবি পত্র তুলে দেবেন মুখ্যসচিবের কাছে। যদি তাদের দাবি মানা না হয় তবে রাস্তায় তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন।
Protest Rally
নবান্নের আগে মিছিল আটকালো পুলিশ, চলছে অবস্থান

×
Comments :0