অনিল কুন্ডু: বারুইপুর
বিদ্বেষের রাজনীতি চালিয়ে গরিব মানুষের উপর আক্রমণ করছে আরএসএস-বিজেপি। ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। নয়া ফ্যাসিবাদী প্রবণতা গোটা দেশে দেখা যাচ্ছে। এটা তার বৈশিষ্ট্য। এর বিরুদ্ধে ধর্ম, ভাষা, শ্রেণি নির্বিশেষে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। রবিবার বারুইপুরে এই আহ্বান জানান সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি আয়োজিত এক সাধারণ সভায় তিনি বলেন, সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি দিয়ে মানুষের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে বিজেপি-আরএসএস। বাংলাভাষীদের উপর অমানবিক আক্রমণ করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। আক্রান্তের পাশে দাঁড়িয়ে সংহতি জানাতে হবে। মানবিক মূল্যবোধ জাগাতে হবে। এটাই বামপন্থীদের দৃষ্টিভঙ্গী।
সেলিম বলেন, বামপন্থা মানে জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য গড়ে তোলা। দক্ষিণপন্থীদের আলাদা দৃষ্টিভঙ্গী। সাংবিধানিক অধিকার কেড়ে নেয়। গণতন্ত্রকে ধ্বংস করে। জাতি, ধর্ম, ভাষার নামে মানুষকে ভাগ করে। বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে ভাষা, ধর্মের নামে বাংলাদেশি রোহিঙ্গা তকমা দিয়ে আক্রমণ করছে। এখন বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণ করছে। বামপন্থী শক্তিকে খর্ব করতে চাইছে।
মহম্মদ সেলিম বলেন, এ দেশের নাগরিক দেশের মধ্যে যে কোন প্রান্তে অবাধে কাজে ব্যবসায় যেতে পারেন। সংবিধানের এই অধিকার নানা ছলে বলে কেড়ে নিচ্ছে।
এদিন বারুইপুরে সিপিআই(এম) জেলা দপ্তরে ইলেকশন ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন করেন তিনি। সভা মঞ্চে উস্থি থেকে প্রকাশিত ‘বাম আমলে বাংলার মুসলিম সমাজ’ নামে একটি পুস্তিকা তাঁর হাতে তুলে দেওয়া হয়।
সাধারণ সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী। সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা অলোক ভট্টাচার্য। সভা মঞ্চে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ, তুষার ঘোষ, প্রবীণ নেতা সঞ্জয় পুততুণ্ড।
এদিন আমতলার বাসিন্দা কমরেড স্বপন পাল পার্টির জেলা তহবিলে ১০ হাজার টাকা ও জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রের তহবিলে ৫ হাজার টাকা দান করেন। সভা মঞ্চে পার্টি নেতৃত্বর হাতে সাহায্যের চেক তুলে দেন তিনি।
MD SALIM
আক্রান্তের পাশে দাঁড়িয়ে বিদ্বেষের রাজনীতি রোখার আহ্বান সেলিমের

×
Comments :0