শনিবার ম্যানচেষ্টার টেস্টের পঞ্চম দিনে ম্যাচ ড্র হল। জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের লড়াইয়েই এল ফলাফল। এদিন দুজনেই শতরান করেন। জাদেজা করেন ১০৭ এবং ওয়াশিংটন ১০১। ১৮৭ রানে পিছিয়ে ছিল ভারত। ম্যাচ শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৪২৫ । এদিন অদম্য লড়াই করলেন শুভমন গিলও। তার শতরানের উপর ভর করেই এদিন লড়াইয়ে ফিরেছিল ভারত। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও এদিন এক রেকর্ড গড়লেন। চতুর্থ ক্যাপ্টেন হিসেবে একই টেস্ট ম্যাচে শতরান ও ৫ উইকেট নিলেন স্টোকস। তবে এই ম্যাচ ড্র হলেও সিরিজে এখনও ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী সপ্তাহের ফাইনাল টেস্ট ম্যাচটি হবে ওভালে। ওই ম্যাচ জিততে পারলেই সিরিজ ড্র করার সুযোগ পাবে ভারত।
India vs England Test Series
জাদেজা ও ওয়াশিংটনের শতরান, ড্র ম্যানচেস্টার টেস্ট

×
Comments :0