MONDA MITHI / TAPAN KUMAR BIRAGHYA / CAPE OF GOOD HOPE / NATUNPATA — 27 JULY 2025 / 3rd YEAR

মণ্ডা মিঠাই / তপন কুমার বৈরাগ্য / জাহাজের কবরস্থান / নতুনপাতা / ২৭ জুলাই ২০২৫

ছোটদের বিভাগ

MONDA MITHI  TAPAN KUMAR BIRAGHYA  CAPE OF GOOD HOPE  NATUNPATA  27 JULY 2025  3rd YEAR

মণ্ডা মিঠাই / নতুনপাতা

জাহাজের কবরস্থান

তপন কুমার বৈরাগ্য
 

শুনলে আশ্চর্য  হতে হয় এ পর্যন্ত প্রায় ৩৫০০ ছোট বড় জাহাজ
যেখানে ঝড়ের কবলে পড়ে জলের তলায় তলিয়ে গেছে তার নাম
কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপ আবিষ্কার
করেছিলেন বার্থেলোমিউ দিয়াজ।১৪৮৮খ্রিস্টাব্দের ১২ই মার্চ তিনি
এটা আবিষ্কার করেন।এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ভারত
মহাসাগরের মিলনস্থল।এই পথ ধরে এশিয়া আসা যায়।এর আগে
বার্থোলোমিউ দিয়াজ প্রথম ইউরোপীয় পর্যটক হিসাবে আফ্রিকার দক্ষিণ
প্রান্তবিন্দু পর্যন্ত পৌঁছেছিলেন।কেপ অফ গুড হোপ নামকরণ করেন
পর্তুগালের রাজা দ্বিতীয় জন।একে উত্তমাশা অন্তরীপ বা আগে বলা হত
ঝড়ের অপ্তরীপ।অন্তরীপ বলতে বোঝায় কোনো স্থলভাগ ক্রমশঃ সরু 
হয়ে কোনো জলভাগের দিকে প্রসারিত হওয়া।এই ঝড়ের অন্তরীপে
সবসময় প্রবল ঝড় হয়।খুবই কম জাহাজই এর উপর দিয়ে যেতে পারে।
কেপ অফ স্টর্মস আবিষ্কারের পর বার্থেলোমিউদিয়াজ সেই দিন এর উপর
দিয়ে যেতে সক্ষম হন নি।তার মনে এ জন্য বিরাট একটা আক্ষেপ
থেকে যায়।দীর্ঘ বারো বছর ধরে তিনি নিজেকে তৈরী করেন।তৈরী করেন
উন্নতমানের জাহাজ।যার জন্য অর্থ সাহায্য করেছিলেন পর্তুগালের
রাজা।এরপর ১৪৯৯খ্রিস্টাব্দে তিনি পর্তুগাল থেকে যাত্রাশুরু করেন।
মনে স্বপ্ন এবার তিনি উত্তমাশা অন্তরীপ অতিক্রম করবেনই।তিনি একবছর
পর উত্তমাশা অন্তরীপে পৌঁছালেন।তখন সেই অঞ্চল ধরে চলছে
প্রচন্ড ঝড়।জাহাজ টলমল করছে। বার্থেলোমিউ দিয়াজ একটুও দমলেন
না।তিনি তার প্রতিজ্ঞায় অটল।এটায় তো আনন্দ,এটায় তো দুঃসাহসিক
অভিযান।সব সঙ্গীই প্রচন্ড ভয় পেয়ে জাহাজ থেকে নেমে গেলেন।তিনি একাই 
এগিয়ে চললেন।মনে যেন তার ধ্বনিত হচ্ছে--আমি ভয় করব না ভয় করব
না,দুবেলা মরার আগে মরব না ভাই মরব না। জাহাজ চরম পরিস্থিতির
দিকে এগিয়ে যেতে লাগল ।তবুও তিনি দমলেন না।মৃত্যু যেন তার পায়ের
ভৃত্য।তার বুকে অদম্য সাহস। তিনি প্রায় ঝড়ের অন্তরীপ  অতিক্রম
করতে চলেছেন।এমন সময় প্রচন্ড এক ঘূর্ণিঝড় জাহাজটাকে এক
ঝাপটে জলের তলায় নিয়ে গেল।বার্থেলোমিউ দিয়াজের সলিল সমাধি
ঘটল।উত্তমাশা অন্তরীপ বা ঝড়ের অন্তরীপ নতুন এক নাম পেলো---জাহাজের
কবরস্থান। এটা ছিলো ১৫০০ খ্রিস্টাব্দের ২৯শে মে। 


 

Comments :0

Login to leave a comment