এক যুগ কেটে গেল। তবু সমস্যা মিটল না। পৌরসভায় ক্ষমতা দখল করেই বামফ্রন্ট সরকারের সময়ের কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্প ফিরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
এক সময় যে শহর দেশের মধ্যে ‘নির্মল শহর’-র শিরোপা অর্জন করেছিল সেই কল্যাণী শহর আজ পূতিগন্ধময়।
পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে জেএনএনইউআরএম প্রকল্পে অন্তর্ভুক্ত করে ৮ কোটি টাকা খরচে অটোক্লেভ মেশিন বসিয়ে কঠিন বর্জ্য নিষ্কাশনের প্রকল্প নেওয়া হয়েছিল। তৃণমূল সেই প্রকল্প বাতিল করেছিল।
শহরের একপাশে কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ের ধারেই এখন কল্যাণী শহরের নোংরা ফেলার ব্যবস্থা করেছে কল্যাণী পৌরসভা।
৮ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায় সরকারি একটি জমিতে ১৪ বছর বাদে কঠিন বর্জ্য নিষ্কাশনের জন্য দেওয়াল তোলার কাজ শুরু করতে গিয়েছিল পৌরসভা। স্থানীয়রা তাতে প্রতিবাদ জানিয়েছিলেন। বৃহস্পতিবার পরিস্থিতি চরমে ওঠে।
পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছোঁড়ে বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজিত জনতাকে হটাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। স্থানীয় মানুষের বক্তব্য, এখানে বর্জ্য নিষ্কাশন প্রকল্প গড়ে তুললে গন্ধে টেকা যাবে না। অন্যত্র প্রকল্প করার ব্যবস্থা করা হোক।
কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিজেপি’র কিছু লোকজন নিয়ে গিয়ে সেখানে কাজে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ। স্থানীয়দের উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাড়া করে বিক্ষুব্ধ জনতাকে। কয়েকজনকে ধরপাকড়ও করে। বিজেপি বিধায়ককে কল্যাণী থানার পুলিশ আটক করে বলে জানা গেছে।
Kalyani Waste Plant Conflict
বর্জ্য নিষ্কাশন প্রকল্প ঘিরে তুলকালাম কল্যাণীতে
×
Comments :0