Monsoon Session 2025

ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি জানিয়ে ফের সরব বিরোধীরা, মুলতুবি অধিবেশন

জাতীয়

অপারেশন সিঁদুরের পাশাপাশি বিহারের ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে লোকসভায় সরব হলেন বিরোধীরা। এদিন লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে শুরু হয় আলোচনা। সেই সময় বিরোধীদের পক্ষ থেকে দাবি তোলা হয় বিহারের এসআইআর নিয়েও সংসদে আলোচনা করতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবি খারিজ করে দেওয়া হয়।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই প্রসঙ্গে বলেন, ‘‘আলোচনা শুরু হওয়ার দশ মিনিট আগে বিরোধীদের পক্ষ থেকে দাবি জানানো হয় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার পর বিহারের ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়েও আলোচনা করতে হবে। এই ভাবে কোন দিন সংসদের কাজ চালানো যায় না।’’ 
এদিন সংসদের দুই পক্ষের হইহট্ট গোলের জন্য বেলা ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। 
ভারত পাকিস্তানের সামরিক সংঘাত নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে মে মাসে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে কোন মান্যতা দেওয়া হয়নি। বাদল অধিবেশনের প্রথম থেকেই অপারেশন সিঁদুর এবং বিহারে ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি জানিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। অপারেশন সিঁদুর নিয়ে সরকার পক্ষ আলোচনায় রাজি হলেও ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনায় তারা রাজি নয়।

Comments :0

Login to leave a comment