DURAND CUP

ডুরান্ডে অভিযান শুরু মহামেডানের , তৈরী ডায়মন্ড হারাবারও

খেলা

সোমবার যুবভারতীতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপে তাদের প্রতিপক্ষ ডায়মন্ড হারাবার এফসি। কিবু ভিকুনার দল ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দল নিয়েই নামতে চলেছেন। জবি জাস্টিন , মিচু মিরশাদদের সঙ্গে দেখা মিলতে পারে সদ্য দলে যোগ দেওয়া লুকা মাজেনের। কোচ কিবা ভিকুনা জানিয়েছেন যে তারা তৈরী ডুরান্ডে নিজেদের অভিযান শুরু করার জন্য। এছাড়াও বড় দল মহামেডানকে যথেষ্ট সম্মান দিলেও সমীহের রাস্তায় যেতে রাজি নন কিবু। বিদেশীদের খেলাবেন কিনা সেই বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দেননি কিবু।

অন্যদিকে করুন অবস্থা মহামেডান শিবিরের। ট্রান্সফার ব্যানের কারণে ডুরান্ডে কোনো বিদেশী বা কোনো আইএসএলের ভারতীয় ফুটবলারদের নাম নথিভুক্ত করতে পারেনি ম্যানেজমেন্ট। ফলে কলকাতা লিগের দলকেই সোমবার দেখা যেতে পারে ম্যাচে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের পথে যেতে হবে মহামেডানকে। কারণ আগামী ৩১তারিখ মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ডে নামতে হবে তাদের। ফলে সোমবারের এই ম্যাচে প্রবলতর প্রতিপক্ষ ডায়মন্ড হারাবার এফসির বিরুদ্ধে জয় ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা আনতে চাইছেনা মহামেডান।

Comments :0

Login to leave a comment