কবিতা | মুক্তধারা
এখন মানুষ কোথায় যাবে
অষ্টপদ মালিক
এখন মানুষ কোথায় যাবে
এক একটি দিন আর
এক একটি রাত বিভীষিকাময় !
দু-পেয়ে শ্বাপদের রোষানলে
কুসুমিত কানন দাবানলে পরিণত হয়েছে
প্রতিনিয়ত কিশোরীর বসন্ত মুকুল
দগ্ধ হয় পশুত্বের কামুক অনলে ।
হায়রে ! আমার সোনার বাংলা
এখন মানুষ কোথায় যাবে ?
Comments :0