POETRY | BHABANISHANKAR CHAKRABORTY | BAPUJI | MUKTADHARA | 2025 FEBRUARY 1

কবিতা | ভবানীশংকর চক্রবর্তী | বাপুজি স্মরণ | মুক্তধারা | ২০২৫ ফেব্রুয়ারি ১

সাহিত্যের পাতা

POETRY  BHABANISHANKAR CHAKRABORTY  BAPUJI  MUKTADHARA  2025 FEBRUARY 1

কবিতা | মুক্তধারা

বাপুজি স্মরণ
ভবানীশংকর চক্রবর্তী

সারা দেশকে ঢেকেছে যখন দুশো বছরের আঁধি
আলোর বার্তা নিয়ে সুমুখে দাঁড়ালে এসে গাঁধি
অসহযোগ ভারত ছাড়ো ডান্ডি অভিযান
এমনি কত আন্দোলনে জাগালে দেশের প্রাণ 
বুকে তোমার অসীম সাহস 
মুখে অহিংসার বাণী 
আদুল গায়ে লাঠি হাতে ডাকলে দিয়ে হাতছানি
দলে দলে নারী পুরুষ ছাত্র যুব ঘর ছেড়ে
বেরিয়ে এলো তোমার ডাকে দুঃসাহসে হাত নেড়ে
বিশ্বে এমন জনজাগরণ কেউ দেখেনি আগে
অন্ধকারের কারার  মাঝে ভারতবর্ষ জাগে
'করব না হয় মরব' বলে করলে ভীষণ পণ 
স্বাধীনতার স্বপ্ন আমরা করবোই পূরণ
অনেক ত্যাগের বিনিময়ে এল স্বাধীনতা
তাইতো তুমি দেশের নেতা তাইতো জাতির পিতা
অন্ধ হিংসা বোঝেনি তোমাকে কাড়ল তোমার প্রাণ
প্রাণ কেড়ে তোমাকে করেছে অমর করেছে মহীয়ান

Comments :0

Login to leave a comment