POETRY | BIVAS GHOSH | WOMAN | NEW FRIEND | NATUNPATA | 2025 MARCH 10

কবিতা | বিভাস ঘোষ | নারী | নতুনবন্ধু | নতুনপাতা | ২০২৫ মার্চ ১০

ছোটদের বিভাগ

POETRY  BIVAS GHOSH  WOMAN  NEW FRIEND  NATUNPATA  2025 MARCH 10

কবিতা | নতুনপাতা

নারী
বিভাস ঘোষ

নতুনবন্ধু 
 

সারা বিশ্বের কল্যাণ যত
নারীদের অবদানে,
বিশ্ব নারী দিবস আজিকে
তাঁদেরই সসম্মানে।


এই বিশ্বের উন্নতি যত
সব নারীদের দান,
বিশ্ব নারী দিবসে আজি
দিতে হবে সম্মান।

স্বদেশের তরে করেছে সংগ্রাম
অস্ত্র ধরি নিজ হাতে।
সমান তালে যুঝিয়াছে নারী
পুরুষের সাথে সাথে।


গৃহের কোণে বন্দী নারীরা
উঠেছে হিমালয় চূড়ে,
নারী বন্দনা দিকেদিকে আজ
তাই সারা বিশ্বজুড়ে।

নারীরা রত্ন দেশের মণি
নারীরা জাতির মান,
তবুও কেন পায় না নারী
যোগ্যা নারীর সম্মান?

এসো এসো নারী দু-হস্ত প্রসারি
তুমি যে কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি
হও আজি বিশ্ব-জয়ী।

 

একাদশ শ্রেণী 
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা 
কল্যাণনগর খড়দহ 
উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment