POETRY \ DHARAPATH — SOUMITRA SHANKAR ROYCHOWDHARY \ MUKTADHARA \ 28 NOVEMBER 2024

কবিতা \ ধারাপাত — সৌমিত্র শংকর রায়চৌধুরী \ মুক্তধারা \ ২৮ নভেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  DHARAPATH  SOUMITRA SHANKAR ROYCHOWDHARY  MUKTADHARA  28 NOVEMBER 2024

কবিতা

ধারাপাত     

সৌমিত্র শংকর রায়চৌধুরী

মুক্তধারা

শেষ আশ্বিনেও সদর্পে ঝরে পড়ছে আকাশের গা থেকে সাদা বৃষ্টির ফোঁটারা, কার্তিকের শুরুতেও সে ধারা অব্যাহত,কখনো জোরে কখনো বা ধীরে...মেঘভরা আঁধারঘেরা এঅম্বর...বর্ষারাণীর মন আর বিদায় নিতে চাইছে না, কী যে অপরিসীম ভালোবাসায় ঘিরে রেখেছে আমাদের...এবারের দুর্গাপুজো লক্ষ্মীপুজো শেষ, আবার সামনের বছরের জন্যে প্রতীক্ষা,বর্ষার আবেশে শরতের চিরচেনা গন্ধ মুখ লুকোনোর জায়গা খুঁজে হয়রান, শ্রীশ্রী বিজয়ার প্রীতি শুভেচ্ছা নমস্কার বিনিময়ের পালা চলছে সুজনে স্বজনে... এ ধরার বুকে আজ হেমন্তের পদচ্ছাপ কিন্ত কবে যে থামবে এ অঝোর ধারা, কে জানে... সকলের ভালো হোক্ জীবনের আনন্দে...
 

Comments :0

Login to leave a comment