POETRY \ EKHAN EKHANE — GOURI SENGUPTA \ NATUNPATA \ 10 DECEMBER 2024

কবিতা \ এখন এখানে — অঙ্কেশ মালিক \ নতুনপাতা \ ১০ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  EKHAN EKHANE  GOURI SENGUPTA  NATUNPATA  10 DECEMBER 2024

কবিতা

এখন এখানে 
অঙ্কেশ মালিক

নতুনপাতা

এখন এখানে আর মানুষ নেই
পৃথিবীর মানচিত্রে শুধুই
ফুটে ওঠে লাল কালির আঁচড়
আর কয়েকটা শ্বাপদের রাজত্বের বেড়াজাল ।

ধর্মে আজকাল আর কেউ বলে না 
শান্তি - একতা - মানবতার কথা ।

যুদ্ধ এখন আর শুধু সীমানায় বন্দী নেই
যুদ্ধের করাল গ্রাসে হাভাত-ঘরে 
মৃত্যুর হাতছানি!

অভিধানের মূল্যবোধ কথাটি 
আধুনিকতার ব্যস্ত চাকায় পিষে রক্তাক্ত ।
নির্ভেজাল বিনোদন এখন
কালো অর্থনীতির লালসার শিকার।

এখানে মানুষের জীবনে
সুখ-দুঃখ আর পাশাপাশি নেই
হয় মানুষ কাঁদতে জানে ; না হয় নিষ্ঠুর হাসিতে
বিকৃত জীবনের সাধ খোঁজে নেয়।

সমাজ এখন জমাট রক্তের লালচে কালো আর্ট পেপার 
যাতে লেখা কবিতার লাইন আর কারো চোখে পড়ে না।

Comments :0

Login to leave a comment