কবিতা
এখন এখানে
অঙ্কেশ মালিক
নতুনপাতা
এখন এখানে আর মানুষ নেই
পৃথিবীর মানচিত্রে শুধুই
ফুটে ওঠে লাল কালির আঁচড়
আর কয়েকটা শ্বাপদের রাজত্বের বেড়াজাল ।
ধর্মে আজকাল আর কেউ বলে না
শান্তি - একতা - মানবতার কথা ।
যুদ্ধ এখন আর শুধু সীমানায় বন্দী নেই
যুদ্ধের করাল গ্রাসে হাভাত-ঘরে
মৃত্যুর হাতছানি!
অভিধানের মূল্যবোধ কথাটি
আধুনিকতার ব্যস্ত চাকায় পিষে রক্তাক্ত ।
নির্ভেজাল বিনোদন এখন
কালো অর্থনীতির লালসার শিকার।
এখানে মানুষের জীবনে
সুখ-দুঃখ আর পাশাপাশি নেই
হয় মানুষ কাঁদতে জানে ; না হয় নিষ্ঠুর হাসিতে
বিকৃত জীবনের সাধ খোঁজে নেয়।
সমাজ এখন জমাট রক্তের লালচে কালো আর্ট পেপার
যাতে লেখা কবিতার লাইন আর কারো চোখে পড়ে না।
Comments :0