কবিতা
হিসাব
গৌরী সেনগুপ্ত
মুক্তধারা
ইচ্ছের হাওয়াতে প্রপাতে লেগে আছে সুর
আকণ্ঠ ভিক্ষায় মুখোমুখি দাঁড়িয়েছি অসত্থগুঁড়ির জটের
অসহায়তা ঢাকিনি মূর্খতায়
ছায়া রেখে রেখে চলেছি স্রোতের অঘোরে
গড়িয়ে এসে ভেঙে গেছে আমাদের অনেক সহজ অধিকার
তবু পরিপূর্ণ বাকল দেখায় প্রতিষ্ঠার মৌলিক বীজ
গোধূলি – সন্ন্যাসে পল্লবে পল্লবে স্পষ্ট দেখছি
কোন ধর্ম হয়না মানবতা ছাড়া
কোন জাত হয়না মানুষ ছাড়া
কোন রেখা হয়না সরলরেখা ছাড়া
কোন সম্পর্ক হয়না ভালবাসা ছাড়া
কোন স্থাপন হয়না বিপ্লব ছাড়া
তাই হাড়ের বজ্রে অশুভ নিধন
আর আমাদের তীর্থ এই গোটা ভারতবর্ষ
প্রতি প্রচ্ছদ সাজিয়েছে মানুষ কেবল মানুষের জন্য
এখানে বহু আলোকবর্ষের পরও প্রতিটি শৃঙ্গে মিলবে
মৃত্যুভেদী বিশল্যকরণী ।
Comments :0