POETRY — KRITIKA BHATTACHARJYA | CHAK BHANGA KHELA — MUKTADHARA | THURSDAY 1 AUGHST 2024

কবিতা — কৃত্তিকা ভট্টাচার্য | ছক ভাঙার খেলা — মুক্তধারা | বৃহস্পতিবার ১ আগস্ট ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   KRITIKA BHATTACHARJYA  CHAK BHANGA KHELA  MUKTADHARA  THURSDAY 1 AUGHST 2024

কবিতা

ছক ভাঙার খেলা 
কৃত্তিকা ভট্টাচার্য

মুক্তধারা

ছক ভাঙার নিছক খেলায়
ভবসাগরের তুফানটা বড্ড ত্রস্ত আজ
ছকের সাথে ছন্দের মিল 
তাই বোধহয় আজ হলো না 
হলো না আজ সেই জলবিন্দুর সাথে মাটির সাক্ষাৎ...
অবশ্য গোমুখ যখন বাথরুমের নল 
বদ্বীপও যে  বালতি হবে সেটা বলাই বাহুল্য,
আসলে কথার ভাবমর্ম বোঝা বড় শক্ত..
সুকান্তের দেশলাই হোক কিংবা গহীন অরণ্যের রহস্য 
মর্ম বড়ই পরিত্যক্ত।

কেউ কোনোদিন খোঁজ রাখেনি রাখেনা
সেই যে কলম যে
ভাবের ঘরে চুরি করে
সেই ভাবের ঘরে কেউ উকি ও মেরে দেখে না 
পুলিশি তদন্ত সেখানে চলে না 
চলে না টিকটিকির আনাগোনা
নিজের ঘরে বসে সিগারে কিংবা
পাসিং শোযের সাথে চলে
সেই ভাবনারই এক নতুন ভাবের ঘরে বাঁধা 
চুরি থামে না , শুধু সঠিক ঠিকানা কারুর ভাগ্যে জোটে না
জোটে না সেই মনের ঠিকানাও
কেউ ভাবে, কষ্ট না হলে রবির ঘরে চুরি চলে না।
ভায়া আমরা সবাই রাজার মর্মচ্ছেদ কষ্ট দিয়ে হয় না।
হয় না বলেই রবি আজও সবার অধরা
আর সুকান্তের আড়ালে লুকিয়ে থাকা
শান্ত বালক 
আজও পলাতক।
পলাতক সেই গ্রে ও 
কি যে বলেন ছাই 
আজও অজানা আড়ালে ঘুরে বেড়ায়।
ভাবের ঘরের ঠিকানা পাওয়া সত্যি বড় কষ্টের 
কষ্ট না বলে তাকে ছোটখাটো বিশ্ব বললেও অত্যুক্তি হবে না
যাই হোক ভাবের ঘরে যখন একবার বৈ দ্বিতীয় বার চুরি হয় না
তখন আর ভাবনা  কিসের??
ভাব থাক নিজের খোঁজে 
হয়তো খুঁজে পাবেন নিজের এমন ঘর যেখানে কোনদিন চুরি হয় না। 
কিংবা কবি , খুজে পাবে এমন ঠিকানা 
যেখানে কেউ খুঁজে নেবে তার অধরা ভাবনাকে???
ভাবের ঘরেও সেদিন একবার বই দুইবার চুরি হবে!!!

Comments :0

Login to leave a comment