কবিতা
কুরুক্ষেত্র
সৌমিত্র শংকর রায়চৌধুরী
মুক্তধারা
আঠেরো দিনের যুদ্ধ শেষ,
কোলহারা জননীর কান্না
মেশে প্রিয়ার আর্তরবে,
রণজয়ীর অন্তর ছায়
বিস্বাদ ক্লান্তির ছোবলে,
সূর্যের ভোর,শান্ত গোধূলি
কাঁদে হননের মনস্তাপে,
পিপাসু জীবনের রন্ধ্রে
গুন্ঠিত শান্তি কাঁপে ত্রাসে,
সরিয়ে ওড়না চরাচরে
এসো প্রশান্তি দীর্ণ শিরায়,
হও ব্যাপ্ত এ মহানিখিলে।
Comments :0