মীর আফরোজ জামান: ঢাকা
চট্টগ্রামে মার্কিন সেনার সঙ্গে যৌথ মহড়ার প্রতিবাদে মুখর বাংলাদেশের বিভিন্ন অংশ। বৃহস্পতিবার বিবৃতিতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দক্ষিণ এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি করার মতলব সম্পর্কেও উদ্বেগ জানিয়েছে।
জোট এদিন বিবৃতিতে বলেছে, এই ঘটনা বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর বড় ধরণের হুমকি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা জানি পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সাম্রাজ্যবাদী শক্তির নানামুখী তৎপরতা চলছে। এই মহড়া সেই তৎপরতাকে আরো বেশি শক্তিশালী করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩‘ নামের এই যৌথ মহড়ায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অন্তবর্তীকালীন সরকার তার এক্তিয়ারের বাইরে গিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে চলছে। এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার পরিপন্থী।
বলা হয়েছে, চট্টগ্রামের মতো স্পর্শকাতর ভৌগোলিক অঞ্চলে, গভীর সমুদ্রে মার্কিন বাহিনী বহু আগে থেকেই সামরিক ঘাঁটি করার জন্য লোলুপ দৃষ্টি ফেলে রেখেছে। উপরন্তু বার্মা সীমান্ত এবং রোহিঙ্গা ইস্যুতে সমস্যা বিদ্যমান। সেইসঙ্গে এখানে দেশের তিন বাহিনীর অনেক গোপনীয় এবং স্পর্শকাতর পরিকাঠামো রয়েছে। তাই এরকম একটি এলাকায় মার্কিনের এই সামরিক উপস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ।
বাম গণতান্ত্রিক দলগুলির নেতৃবৃন্দ বলেছে যে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকাসহ পুরো দুনিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা প্রমাণ করেছে জনগণের করের টাকা ব্যয় করে এধরনের যৌথ সামরিক মহড়ার পেছনে বিরাট ভূ-রাজনৈতিক দুরভিসন্ধি লুকিয়ে থাকে, যা সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর বিরাট হুমকি।
বিবৃতিতে সই করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ।
Comments :0