কবিতা
লাভা
সৌমিত্র শংকর রায়চৌধুরী
মুক্তধারা
চোখ থেকে ধুয়ে যায় পাপ
শুষে নিয়ে সব শোক তাপ,
দ্রোহ কালে উচ্চে ওঠে হাত
স্তব্ধ হয়ে জাগি সারা রাত।
কেঁপে ওঠে অভয়ার ফ্রেম
খ'সে পড়ে সঙ্গহীন প্রেম।
ম্লান হাসে ফেলে আসা আভা
ধুনি জ্বালে জেগে ওঠা লাভা।
কবিতা
লাভা
সৌমিত্র শংকর রায়চৌধুরী
মুক্তধারা
চোখ থেকে ধুয়ে যায় পাপ
শুষে নিয়ে সব শোক তাপ,
দ্রোহ কালে উচ্চে ওঠে হাত
স্তব্ধ হয়ে জাগি সারা রাত।
কেঁপে ওঠে অভয়ার ফ্রেম
খ'সে পড়ে সঙ্গহীন প্রেম।
ম্লান হাসে ফেলে আসা আভা
ধুনি জ্বালে জেগে ওঠা লাভা।
Comments :0