POETRY \ LAVA — SUMITRA SHANKAR CHAKRABORTY \ MUKTADHARA \ 12 DECEMBER 2024

কবিতা \ লাভা — সৌমিত্র শংকর রায়চৌধুরী \ মুক্তধারা \ ১২ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  LAVA  SUMITRA SHANKAR CHAKRABORTY  MUKTADHARA  12 DECEMBER 2024

কবিতা

লাভা 
সৌমিত্র শংকর রায়চৌধুরী 

মুক্তধারা

চোখ থেকে ধুয়ে যায় পাপ
শুষে নিয়ে সব শোক তাপ,
দ্রোহ কালে উচ্চে ওঠে হাত
স্তব্ধ হয়ে জাগি সারা রাত।

কেঁপে ওঠে অভয়ার ফ্রেম
খ'সে পড়ে সঙ্গহীন প্রেম।
ম্লান হাসে ফেলে আসা আভা
ধুনি জ্বালে জেগে ওঠা লাভা।

 

Comments :0

Login to leave a comment