কবিতা | মুক্তধারা
রিয়াজুল ঘুমচ্ছে
মুরারী মোহন সামন্ত
রিয়াজুল ঘুমচ্ছে
প্রশ্ন-বাক্য, অঙ্ক-রচনা ও
স্কুলের যাবতীয় অবয়ব মুছে।
বিষ্যুদবারে টুসু কিংবা
অন্য কোনও পরকমেলা
দেখা হলনা তার-
শীর্ণ শরীর, নীল-রং জামা,
আধখোলা চোখ, মাঘের অবেলায়,
ডোরাকাটা লাল গামছায়, বুলেট বুকে।
মা পাশে, মা বোঝে';
আস্ত হেতালখালি আর
বোলপুরি ভাইজান।
চতুর্থ শ্রেণীতে পড়ে সে;
ঐহিক লাভ, ক্ষতি, পাপ ও পুণ্য
একটুও জানেনা।
একবার জেগেছিল হয়তো
বা কী ভাবে, কী বলে
সামলে নিয়েছে কাত শুয়ে।
না-জানি ঘুমের আয়াস ভারি,
না-ডাকি রিয়াজুল।
রিয়াজুল ঘুমচ্ছে
মেঘ-বারান্দায়, চির মোহ-ঘোর, ব্রাত্য-সংস্কৃত।
Comments :0