POETRY | NURUL HASAN | TUMI ASBE BALE | MUKTADHARA — 2025 JANUARY 9

কবিতা | নুরুল হাসান | তুমি আসবে বলে — মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ৯

সাহিত্যের পাতা

POETRY  NURUL HASAN  TUMI ASBE BALE  MUKTADHARA  2025 JANUARY 9

কবিতা | মুক্তধারা

তুমি আসবে বলে

নুরুল হাসান

 

তুমি আসবে বলে 

টাটকা বাতাস ধরে রেখেছি 

শূন্য কলসিতে জমা করেছি 

আশা-আকাঙ্ক্ষার একেকটি স্বপ্ন।

তুমি আসবে বলে 

ঘুম হয়নি বহুদিন, 

রাত জেগে গুছিয়ে রেখেছি 

না-বলা অনেক কথা। 

তোমায় শোনাব বলে 

হেমন্তের গান শিখেছি, 

কুয়াশা-ভাঙা রাতে 

ছাদের কোণে বসে 

রেওয়াজ করেছি বারবার।

তুমি আসবে বলে 

ক্ষত-বিক্ষত হৃদয়কে মেরামত করেছি 

অনুভূতি, অনুভব, ভালোবাসার 

সকল দরজা-জানলা 

নতুন রঙে রাঙিয়ে দিয়েছি। 

তুমি আসলে- 

আমি নিঃশ্বাস নেব প্রাণভরে 

তুমি হাসলে- 

আমি মরতে পারবো প্রাণখুলে।।

 

Comments :0

Login to leave a comment